Zhangjiajie থেকে আমাদের গন্তব্য ছিল দক্ষিণ চীনের নদী-পাহাড় ঘেরা শহর Guilin। Guangxi Zhuang Autonomous Region-এর উত্তর পূর্বে অবস্থিত এই শহরের আনাচে কানাচে প্রকৃতির খেলায় গড়ে উঠেছে লাইমস্টোন পাহাড়। সেখানে Li নদীর ধার ধরে পাহাড়ের পাদদেশে গড়ে উঠেছে জনবসতি। প্রকৃতি...
বাঙালির বেজিং যাত্রা
চীন বেড়ানোর শুরুটাই হয়েছিল Beijing দিয়ে। চীনে গেলাম কিন্তু যে প্রাচীরের কাহিনী পরে চীন দেশটাকে চিনলাম, বেড়াতে গিয়ে সে জায়গাকে বাদ দেওয়া অন্যায়। তাই গ্রেট ওয়াল দেখতে হবে বলেই বেজিং যাওয়া। আর যাচ্ছি যখন তখন চায়নার ইতিহাসের সাক্ষী বহন...