চিকমাগালুর- কফির রাজ্যে লং ড্রাইভ ব্যাঙ্গালোর-এ সকলেরই মোটামুটি কাছের বন্ধু-বান্ধব, পরিবারের বা অন্তত দুঃসম্পর্কের কেউ না কেউ থাকে। আমাদের আবার সবকটাই আছে। তাই মে মাসের কাঠফাটা গরমে দুটো দিন ছুটি ম্যানেজ করে উইকেন্ডের সঙ্গে জুড়ে দিয়ে উড়ে গিয়েছিলাম। পৌঁছে...
লাল মাটির দেশে মাটির বাড়িতে
শান্তিনিকেতন বেড়ানোর ব্যাপারে বাঙালিকে খুব একটা ইনফো দেওয়ার কিছু বাকি নেই, মোটামুটি অনেকেই রাস্তাঘাট, হাট বাজার চষে ফেলেছে। আমি তাই বেড়ানোর গপ্পো লিখছি না। তার চেয়ে থাকা-খাওয়ার গল্প-তে এমনিই বাঙালির ইন্টারেস্ট বেশি। এবার শান্তিনিকেতনের প্ল্যানটা ভীষণরকম আনসার্টেন ছিল। বেসরকারি...