রং আমার চিরকালই ক্যানভাসে ভালো লাগে, নিজের গায়ে নয়। ছোটবেলা থেকেই দোলের দিন লুকিয়ে থাকা আমার স্বভাব ছিল। সে যতই ‛আজ আমাদের ন্যাড়া পোড়া’-য় খড় পুতুলের মুন্ডু অব্দি আগুন উঠে গেলে ‘হরি বোল হরি বোল’ বলে লাফাই না কেন।...
বসন্তের পুজো আর স্মৃতির কোলাজ
নতুন বছর আসে, আর পুরনো স্মৃতিরা ফুরোয় একটু একটু করে। বাঙালির বারো মাসে তেরো পার্বণের সব কিছু কি থোড়াই মনে থাকে! আজকাল আবার পার্বণের সংখ্যা এদেশ-বিদেশ মিলিয়ে তেরো ছাড়িয়ে গেছে। তবু উৎসব প্রিয় বঙ্গসন্তান হয়ে কিছু বিশেষ পার্বণের আমেজ...