শান্তিনিকেতন বেড়ানোর ব্যাপারে বাঙালিকে খুব একটা ইনফো দেওয়ার কিছু বাকি নেই, মোটামুটি অনেকেই রাস্তাঘাট, হাট বাজার চষে ফেলেছে। আমি তাই বেড়ানোর গপ্পো লিখছি না। তার চেয়ে থাকা-খাওয়ার গল্প-তে এমনিই বাঙালির ইন্টারেস্ট বেশি। এবার শান্তিনিকেতনের প্ল্যানটা ভীষণরকম আনসার্টেন ছিল। বেসরকারি...