রাজবাড়িতে রাত কাটানোর খুব ইচ্ছে হয়েছিল। অনেক খুঁজে ওভারহাইপিড অপশনগুলো বাদ দিয়ে পেলাম কাশিমবাজার রাজবাড়ি। মুর্শিদাবাদে। ছবি দেখে মনেও ধরে গেল বেশ, কারণ, এখানে থাকা-খাওয়ার সঙ্গে উপরি পাওনা হিসেবে হাজারদুয়ারি, মতিঝিল-সহ আশপাশের জায়গাগুলো ঘুরে দেখা যাবে। অর্ক মানে আমার...