২০১৮-এর শেষ সপ্তাহটা বেড়ানোর জন্য রাখা ছিল সেই কবে থেকে। নানান প্ল্যান, ক্যান্সলেশন, ভুল সিদ্ধান্ত, সব ঠিক হয়ে যাবে-র স্বান্তনা পেরিয়ে অবশেষে দুজনে মিলে জম্পেশ একটা প্ল্যান করেছিলাম। সেই প্ল্যানেরই অন্যতম পার্ট দার্জিলিং থেকে রেন্ট-এ বাইক নিয়ে Auks Farm,...
লাদাখ-মেঘ, বৃষ্টি আর রঙের খেলা
সেই ছোট থেকেই ‘চলুন বেড়িয়ে আসি’ দেখলেই আমার মন উড়ু উড়ু হয়ে যেত। যাত্রাপথে বেড়ানোর খুঁটি-নাটিতে ডায়রির পাতা ভরে উঠতো উৎসাহের আতিশয্যে। সেই অভ্যাস পিছু ছাড়েনি এই বয়সেও। অনেক বছরের ইচ্ছেকে বাস্তব করে যখন গত বছর লাদাখ-এর (Ladakh) প্ল্যানটা...