আধো আধো কথা বলতে শেখার সময় উচ্চারণের ভুলে তৈরি হওয়া ডাক, সময়ের হাত ধরে সেই ডাকেরই পরম্পরা হয়ে যাওয়া, বাঙালি বাড়িতে এ ঘটনা আকচার ঘটে। আমাদের বাড়িতে এমন একটা ডাক ছিল নাম্মা- ঠাকুরমা থেকে ঠাকুমা ছাড়িয়ে সোজা নাম্মা দিয়েই...
লকডাউন ও ঈদ মোবারক
আমি বড় হয়েছি হিন্দু বাঙালি পাড়ায়। তাই ঈদে আমাদের এলাকায় কোনও উৎসব দেখিনি কখনো। কিন্তু প্রতি বছরই আমাদের ঈদের নেমন্তন্ন থাকতো এক আত্মীয়ের বাড়ি। আমার মায়ের মাসি সমাজকে বুড়ো আঙুল দেখিয়ে বিয়ে করেছিলেন মুসলিম পরিবারে। সেই মাসিদিদা দাদুর বাড়ি...