সে অনেকদিন হল মন ভালো নেই। দিনগুলো তবু চলে যাচ্ছে নিজের নিয়মে। আমার পৃথিবীটা ছোট হয়ে যাচ্ছে রোজ। মাঝে মাঝে মনে হয় ঘরের দেয়ালগুলো বুঝি আরও কাছে সরে আসছে। সেই ঘুম থেকে উঠে থেকে ঘুমোতে যাওয়া পর্যন্ত রোজের রুটিন...
ফিরে দেখা, বছর শেষে
2020। এমন বছর যা চলে গিয়েও মনে থেকে যাবে সব্বার। এমন বছর যা কেটে যাওয়ার অপেক্ষায় আমরা দিন গুনছি সেই কবে থেকেই। এমন বছর যার পাওনা-গন্ডার হিসেব মেলানো যাবে না কোনওদিন। সেই বছরের শেষ দিন আজ, যেমনই হোক, ডিসেম্বরের...