লাটাগুরি থেকে পাত্তারি গুটিয়ে আমরা রওনা দিয়েছিলাম ঝালং এর পথে। ঝালং উত্তরবঙ্গ ভ্রমণকারীদের কাছে পরিচিত নাম। মূর্তি বেড়াতে গেলে অনেকেই ঝালং, বিন্দু, সামসিং, সানতালেখোলা ডে ট্রিপ করেন। আমিও গিয়েছি আগে ঝালং ছাড়া বাকি জায়গাগুলোয়। সে বছর বছর চারেক আগের...