বছর পাঁচেক হল আমি উত্তর কলকাতার একটা ফ্ল্যাটে থাকি। আমার সেমি-সাজানো সংসার। তিনতলা বাড়ির তিন তিনটে ছাদওলা আস্তানা থেকে এসে এমন ছাদহীন হয়ে পড়ে মন কেমনের স্যুটকেস গুছিয়েছিলাম বেশ কিছুদিন। তারপর ওই সব যেমন হয়, গা সওয়া হয়ে গিয়েছিল।...
আমার জানলা দিয়ে একটুখানি আকাশ
ছোটবেলায় পড়তে বসে জানলা দিয়ে বাইরে তাকিয়ে থাকতাম। মা বলতো, রোজ বই খুলে রেখে একভাবে বাইরে তাকিয়ে থাকতে পারিস কী করে! আমি ভাবতাম, তাকিয়ে থাকি হয়তো একভাবে, ভাবনায় তো আমি তখন বিদেশ ঘুরে অনেক দূরে! স্যারেদের বাড়ি পড়তে গিয়েও...