দার্জিলিং- এখানে খাদ, পাহাড়, রেলিং, রাস্তা, ভুতুড়ে হোটেল, তস্য গলির দোকান, সবটাই আমার খুব প্রিয়, খুব আপন। দার্জিলিং প্রথম গিয়েছিলাম অনেক ছোটবেলায়, মা-বাপি আর নামমার সঙ্গে ট্যুর গ্রুপ-এর বাস-এ চড়ে। সেই প্রথম পাহাড় দেখা আর প্রথম পাহাড়ের প্রেমে পড়া...
সান্দাকফু অভিযান | পর্ব ১
গত বছর ডিসেম্বরের শেষ সপ্তাহের বেড়ানোর প্ল্যানে দার্জিলিং ও আনুসাঙ্গিক এলাকার সঙ্গে জুড়ে নিয়েছিলাম সান্দাকফু। আঁকাবাঁকা পথ, লজঝড়ে ল্যান্ড রোভার, হাঁড় কাঁপানো ঠান্ডাকে সঙ্গী করে দুদিনের অভিযানের ছক কষেছিলাম দুজনে, আমি আর অর্ক। কনকনে ঠান্ডায় বরফ দেখার খুব শখ...