ট্রেন নিয়ে ছোট থেকেই আমার খুব উৎসাহ। সেই যে বাবা-কাকু-ঠাম্মার কোলে চড়ে ট্রেনের চলে যাওয়া দেখে হাত নাড়তে যেতাম লাইন ধারে, সেই তখন থেকেই। রেললাইনের কাছাকাছি যাদের বাড়ি, তাদের সকলের বাড়ির লোকেরই ছোটদের বিকেল হলেই ট্রেন দেখাতে নিয়ে যাওয়াটা...
অলি গলি শহরতলি
আমার চিরকালই বড় রাস্তার থেকে গলি বেশি পছন্দের। ছায়া ছায়া, ফুলের গন্ধে ভরা, ধাক্কা খাওয়ার ভয় কম, আবোল তাবোল ভাবনায় হেঁটে চলার সুবিধা। মফস্বলে বড় হওয়ায় অলি-গলি ঘুঁজিগুলো আমার জীবনে জড়িয়ে ছিল খুব। আমাদের বাড়িটাই ছিল একটা গলির শেষ...