চিকমাগালুর- কফির রাজ্যে লং ড্রাইভ ব্যাঙ্গালোর-এ সকলেরই মোটামুটি কাছের বন্ধু-বান্ধব, পরিবারের বা অন্তত দুঃসম্পর্কের কেউ না কেউ থাকে। আমাদের আবার সবকটাই আছে। তাই মে মাসের কাঠফাটা গরমে দুটো দিন ছুটি ম্যানেজ করে উইকেন্ডের সঙ্গে জুড়ে দিয়ে উড়ে গিয়েছিলাম। পৌঁছে...