2020। এমন বছর যা চলে গিয়েও মনে থেকে যাবে সব্বার। এমন বছর যা কেটে যাওয়ার অপেক্ষায় আমরা দিন গুনছি সেই কবে থেকেই। এমন বছর যার পাওনা-গন্ডার হিসেব মেলানো যাবে না কোনওদিন। সেই বছরের শেষ দিন আজ, যেমনই হোক, ডিসেম্বরের...
লকডাউন ও ছাদ
বছর পাঁচেক হল আমি উত্তর কলকাতার একটা ফ্ল্যাটে থাকি। আমার সেমি-সাজানো সংসার। তিনতলা বাড়ির তিন তিনটে ছাদওলা আস্তানা থেকে এসে এমন ছাদহীন হয়ে পড়ে মন কেমনের স্যুটকেস গুছিয়েছিলাম বেশ কিছুদিন। তারপর ওই সব যেমন হয়, গা সওয়া হয়ে গিয়েছিল।...