4 সেপ্টেম্বর, 2017 এই দিনটিকে আমরা মূলত লে-তে ল্যাদ খাওয়ার জন্য রেখেছিলাম। ওই একটু আশপাশের বাজার ঘুরব, লোকাল খাবার খাব, হেঁটে বেড়াব আর সেই সঙ্গে মিস হয়ে যাওয়া দু-তিনটে জায়গা দেখে নেব। ঠিক হয়েছিল শান্তি স্তূপা দিয়ে শুরু করে...
প্যানগঙ – নীল জল, তাঁবুর রাত, বরফ পথ
নুবরা থেকে অনেকেই লে ফিরে তারপর আবার প্যানগঙ যায়। আমাদের প্ল্যান ছিল সরাসরি নুবরা থেকে প্যানগঙ। একটু রিস্কি রাস্তা শুনেও এডভেঞ্চার-এর লোভ ছাড়িনি আমরা। লাদাখ বেড়ানোর এই পর্বে প্যানগঙ, চাঙ লা পাস, আর প্রচুর বরফ দেখার গল্প। 2 সেপ্টেম্বর,...